করোনা আক্রান্ত শিশুদের পাশে পগবা

হাওর বার্তা ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা অর্থ তহবিল গঠনের মাধ্যমে করোনা ভাইরাস আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ইউনিসেফের মাধ্যমে তিনি অর্থ সাহায্য করতে চান বলে জানিয়েছেন। এজন্য ফরাসি এই মিডফিল্ডারের লক্ষ্য ইউনিসেফকে ২৭ হাজার পাউন্ড তুলে দেওয়া।

এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আজ এই ভাইরাসে আক্রান্ত, এদের মধ্যে শিশুরাও রয়েছে। এটি মহামারি আকারে রূপ নিয়েছে। বিশেষ করে দরিদ্র মানুষ ও শিশুরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। বিশেষ কিছু মেডিক্যাল সামগ্রী সরবরাহ করে ইউনিসেফ আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। তাদেরকে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের সতর্কতামূলক পরামর্শ দিচ্ছে। এই মুহূর্তে আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে। এই ভাইরাসের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর