১২ মার্চ হাসতে নেই মানা

হাওর বারা ডেস্কঃ * জোকস-১  ছেলেকে নিয়ে চিড়িয়াখানা দেখতে গেলেন বাবা। ঘুরতে ঘুরতে একটি প্রাণির সামনে দাঁড়িয়ে ছেলে বলল-

ছেলে: আব্বু, দেখ দেখ- ওই যে চোরের মা।

বাবা: দূর বোকা! চোরের মা কোথায়?

ছেলে: ওই যে লম্বা গলার যেটা।

বাবা: ওটা তো একটা জিরাফ।

ছেলে: কেন? কালই তো তুমি পড়ালে- ‘চোরের মায়ের বড় গলা’!

* জোকস-২

বাসায় ছেলেকে নুডলস আর চিকেন খেতে দিলেন মা। টেবিলে বসেই ছেলে মাকে জিজ্ঞেস করল-

ছেলে: মা, আমি কি এই নুড্লস আর চিকেন ডান বা বাম হাত দিয়ে খেতে পারি?

মা: বাসায় ডান বা বাম পা দিয়ে খেলেও সমস্যা নেই।

ছেলে: তাহলে পার্টিতে গেলে নিষেধ করো কেন?

মা: কিন্তু পার্টিতে দয়াকরে ছুরি বা চামচ ছাড়া খেলে পা ভেঙে ফেলব!

* জোকস-৩

গভীর রাতে গাছে উঠে গ্রাম দেখা

প্রধান শিক্ষক: এই, এত রাতে গাছে কে রে?

পল্টু: স্যার আমি পল্টু!

প্রধান শিক্ষক: তুই? আবার চুরি! আমার গাছের নারিকেল চুরি করছিস? ক্লাসে কত করে বোঝালাম যে, চুরি করা পাপ।

পল্টু: না স্যার, আমি নারিকেল চুরি করতে আসি নাই।

প্রধান শিক্ষক: তাহলে গাছে উঠেছিস কেন?

পল্টু: বাবা বলল, আপনার গাছ থেইকা আমাগো গ্রামটা সুন্দর দেখায়। তাই…

প্রধান শিক্ষক: তোর বাপ কই?

পল্টু: সে তো পুকুরের ওই পারের গাছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর