পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে নিহত ২০

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরো ৩০ জন। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়, বৃহস্পতিবার থেকেই আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

দেশটির ত্রাণ কর্মকর্তা তইমুর আলি বলেন, পাকিস্তানের খাইবার পাখতুয়ান প্রদেশে বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনায় ১৪ শিশু ও তিন নারী নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মারা গেছেন আরো তিনজন। এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৫১টি বাড়ি-ঘর ভারী বৃষ্টিপাতের কারণে ধসে পড়েছে। এছাড়া সেখানে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বাসিন্দাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে সামনের দিনগুলোতে আবহাওয়া আরো খারাপ হতে পারে বলে ধারণা করছেন দেশটির আবহাওয়া অফিসের কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ভারী বৃষ্টিপাত, তুষারপাত, বন্যা এবং শীতের আবহাওয়ার কারণে পাকিস্তান ও আফগানিস্তান জুড়ে ১৩০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর