জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মার্চ

হাওর বার্তা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে (৪৯ ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ থেকে শুরু হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে হলে সিট বরাদ্দ দেয়া সম্ভব হবে না। তবে তাদেরকে বিভিন্ন হলে সংযুক্ত করা হবে। পরে হলে আসন শূন্য হওয়া সাপেক্ষে স্ব স্ব হল প্রভোস্ট পর্যায়ক্রমে তাদের সিট বরাদ্দের ব্যবস্থা করবে।

এদিকে নবীন ব্যাচের আগমণ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিং বিরোধী সচেতনতামূলক বিভিন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে থেকে উপাচার্য ফারজানা ইসলামের নেতৃত্বে একটি র‌্যাগিং বিরোধী র‌্যালি বের হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর