ইতালিতে করোনায় ২৩৩ জনের মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপের করোনাভাইরাস প্রাদুর্ভাবের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসের আক্রমণে ৬ জন মারা গেছেন। এ নিয়ে ইতালিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জন এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৪৮ জন। ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার বরাতে রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইতালির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত কয়েকদিন ধরে তুর্কি, কাতার ও সর্বশেষ এমিরেটস এয়ারলাইন্স বন্ধ রয়েছে আগামী নির্দেশনা আসা পর্যন্ত খোলার সম্ভাবনা কম। এরইমধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ধর্মীয় পাঠশালা ও মসজিদ ১৫ মার্চ পর্যন্ত সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বর্তমান বাংলাদেশিসহ অনেকেই কর্মচ্যুত হয়ে আছে। এরমধ্যে পর্যটন নগরী ভেনিসের অবস্থা অত্যন্ত নাজুক। পর্যটক শূন্য একটি শহরে পরিণত হয়েছে ভেনিস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর