মিঠামইনের ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের ভবনের কাজ বন্ধ

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের কাজ প্রকৌশলী এবং ঠিকাদারের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে আছে ।ফলে এ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্লাস রুমের সংকট দূর হচ্ছে না । জানা গেছে বিগত বছরের সেপ্টেম্বর মাসে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বিদ্যালয়ে ৪তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়।কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার ভবন নির্মাণ কাজ শেষ না করেই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ।জানা গেছে ঠিকাদার ভবন নির্মাণে সিডিউল মোতাবেক কাজ করেনি।এই নিয়ে শিক্ষা প্রকৌশলীর সাথে দ্বন্দ্ব দেখা দিয়েছে ফলে ঠিকাদার তার শ্রমিকদেরকে সরিয়ে নিয়েছে এখান থেকে । ঘাগড়া আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান ঠিকাদার ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ায় ছাত্র ছাত্রীদের ক্লাস রুমের সংকট দেখা দিয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর