এবার সৌদির নাগরিকদের জন্যও ওমরাহ বন্ধ ঘোষণা

হাওর বার্তা ডেস্কঃ এবার সৌদি আরবের নাগরিকদের জন্যও সাময়িকভাবে ওমরাহ বন্ধ ঘোষণা করা হলো। এর আগে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্হিবিশ্বের মুসল্লিদের জন্য ওমরাহ নিষিদ্ধ করা হয়।

বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণভাবেও ওমরাহ সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনা মোনাওয়ারার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে। আপাতত সৌদি আরবের নিজস্ব নাগরিক কিংবা কোনো প্রবাসী হারামাইন এরিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে ওই নোটিশে মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে বর্হিবিশ্বের লোকদের জন্য ওমরাহ ও টুরিস্ট ভিসা দেয়া বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব।

এর পর থেকে মসজিদে হারাম ও মসজিদে নববীতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর