সব তো বোর্ড প্রেসিডেন্ট বলেছে, আমি আর কি বলতে পারি : মাশরাফি

হাওর বার্তা ডেস্কঃ বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন এটাই মাশরাফির শেষ সিরিজ। কিন্তু মাশরাফি বলছেন, তিনি অবসর নেবেন না। এ নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে এক ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাপন বলেছিলেন, মাসখানেকের মধ্যে একটা বোর্ড মিটিং করে নতুন অধিনায়ক ঠিক করা হবে। এ বিষয়ে বোর্ডের সঙ্গে কোনো আলাপ হয়েছে কিনা, কিংবা আবারাও তাকে নেতৃত্ব দিলে সেটা তিনি নেবেন কিনা- এসব প্রশ্ন রাখা হয় বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছে।

কিন্তু এবারও এই প্রশ্নের কোনো সরাসরি জবাব পাওয়া যায়নি মাশরাফির মুখে। তিনি আবারও রাখঢাক করেই বলেন, ‘না, ক্লিয়ার করার কী আছে? সব তো বোর্ড প্রেসিডেন্ট বলেছে। আমার সঙ্গে তার কী কথা হয়েছে তা আমার মনে হয় না উচিত আপনাদের বলা। ক্রিকেট বোর্ড যা বলেছে সেটা তো আপনারা জানেনই। সেটাই তো আপনাদের জন্য যথেষ্ট। আমি আর কি বলতে পারি?’

বোর্ড প্রেসিডেন্টের ভাষ্যমতে জিম্বাবুয়ে সিরিজ আপনার জন্য শেষ সিরিজ কিনা- এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সেটা তো আমি জানি না। এখন আসলে আপনাদের তো আমার বলার কিছু নাই। যদি থাকত তবে বলতাম। যেহেতু বোর্ড প্রেসিডেন্ট এটা বলেছেন, সেটা তো আপনারা জেনেছেন। এটা আবার আমার মুখ থেকে শোনার দরকার কী?’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর