ভারতে পেঁয়াজের কেজি ৫ টাকা, দাম কমেছে দেশেও

হাওর বার্তা ডেস্কঃ ভারতে পেঁয়াজের সরবরাহ বেড়েছে, কমেছে দামও। তাই তুলে নেয়া হতে পারে রফতানি নিষেধাজ্ঞা। ৩ মার্চ থেকে শুরু হতে পারে পেঁয়াজ আমদানি। এমন খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমে গেছে পেঁয়াজের দাম। মজুত রাখা পেঁয়াজ কেজিতে ২০-৩০ টাকা কমে বিক্রি শুরু করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, পেঁয়াজ আমদানির বিষয়ে ২ মার্চ ভারতে বৈঠক হবে। বৈঠকে ভারত পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে হিলি বন্দর দিয়ে আসা শুরু হবে।

হিলি স্থলবন্দরের ভারতীয় রফতানিকারকরা জানান, ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ ওঠায় বাজারে সরবরাহ বেড়েছে। দামও কমে এসেছে। ভারতে প্রকারভেদে পাঁচ টাকা, ছয় টাকা, ১০ টাকা, ১১ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট দেখিয়ে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। এতে পেঁয়াজের দাম হয়ে যায় আকাশচুম্বী। পরে মিয়ানমার, মিশর, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে সরকার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর