অপূর্বর সঙ্গে কাজের ইচ্ছে ছিল দীর্ঘদিনের

হাওর বার্তা ডেস্কঃ এ প্রজন্মের গ্ল্যামারার্স চিত্রনায়িকা তানহা তাসনিয়া। সিনেমার মাধ্যমে সবার কাছে পরিচিতি পেলেও নতুন সিনেমায় দীর্ঘদিন তার দেখা নেই। তবে ব্যস্ততা রয়েছে মডেলিং ও টেলিভিশন নাটকে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

অপূর্বের বিপরীতে প্রথমবার…

এই সময়ে ছোট পর্দার সুপারস্টার বলা হয় অপূর্বকে। আমি তার অভিনয়ের ভক্ত। অনেক দিনের পরিচিত আমরা। কিন্তু কখনো একসঙ্গে কাজ করা হয়নি। মূলত সিনেমা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম বলেই তার সঙ্গে কাজ করা হয়নি। ইচ্ছে ছিল একসঙ্গে কাজ করার। সম্প্রতি সেটা পূরণ হয়েছে। ‘মিথ্যে প্রেম’ শিরোনামের একটি নাটকে তার বিপরীতে আমি অভিনয় করেছি। এটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল আরমান। এখানে আমি উচ্চবিত্ত পরিবারের মেয়ে। আর অপূর্ব আমার ছোট বোনের শিক্ষক। এককথায় বলতে গেলে এটি রোমান্টিক ও থ্রিলার গল্পের নাটক। অপূর্ব কাজের বিষয়ে ভীষণ সিরিয়াস এবং হেল্পফুল। টাইগার মিডিয়া প্রযোজিত নাটকটি শিগগিরই একটি অনলাইন প্ল্যাটফরমে প্রকাশ হবে।বেছে বেছে নাটকে…

সিনেমাতেই থিতু হতে চেয়েছিলাম। কিন্তু ভালো মানের সিনেমা নির্মাণের সংখ্যা অনেক কমে গেছে। তাই দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। এর মধ্যে প্রস্তাব এসেছে অনেক সিনেমার। কোনোটিই মনের মতো হয়নি। অভিনয়কেই যেহেতু পেশা হিসেবে নিয়েছি, তাই সিনেমার এ বিরতিতে কয়েকটি নাটকে অভিনয় করেছি। বলতে পারেন, গল্প, পরিচালক ও সহশিল্পী বেছে কাজ করেছি। গত ঈদে জাহিদ হাসানের বিপরীতে ‘ভুল থেকে ফুল’ ও ‘গল্প নেই’ নাটক দুটির জন্য বেশ সাড়া পেয়েছি। সজলের সঙ্গেও একাধিক নাটক করেছি। এর মধ্যে ‘প্যারালাল’ নাটকটি এখনো প্রচার হয়নি। নিলয় আলমগীরের সঙ্গে ‘যে পাখি ঘর বোঝে না’ নামের একটি ওয়েব ড্রামা করেছি। এটি এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে। নাটকের বাইরে সম্প্রতি একটি ফ্যাশন হাউজের ওভিসি করেছি।প্লাস পয়েন্ট…

আমি মনে করি, প্রতিটি মানুষের জন্য পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুব গুরুত্বপূর্ণ। নিজের প্লাস পয়েন্ট বলতে আমার পড়াশোনাকে আমি এগিয়ে রাখব। এছাড়া আমি যেকোনো জিনিস দ্রুত শিখে ফেলতে পারি। এ গুণের জন্যই হয়তো আজকের অবস্থানে আসতে পেরেছি।সিনেমাপাগল…

নিজেকে সিনেমার মানুষ হিসেবে পরিচয় দিতেই সবচেয়ে গর্ববোধ করি। এজন্য শুধু নিজের সিনেমা নয়, পুরো ইন্ডাস্ট্রির খোঁজখবর রাখি। চেষ্টা করি যে সিনেমাগুলো মুক্তি পায় তা হলে গিয়েই দেখতে। আমি কারও ভুল ধরতে যাই না, কারণ নিজেই এখনো অনেক নতুন। বড় পর্দায় সিনেমা দেখি শেখার জন্য। কী ধরনের সিনেমা দর্শক পছন্দ করছে, আমার দুর্বলতা কোন জায়গাগুলোতে আছে, তা শনাক্ত করে পরবর্তী কাজে ভুলগুলো শোধরানোর চেষ্টা করি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর