উহান থেকে ২৩ বাংলাদেশিকে নেওয়া হয়েছে দিল্লিতে

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান থেকে ২৩ বাংলাদেশি নাগরিককে ভারতের বিশেষ বিমানে দিল্লিতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে একটি বিশেষ ভারতীয় ফ্লাইটে সরিয়ে নেওয়া হয়েছে।আজ তারা দিল্লিতে অবতরণ করেছেন। অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাদের দিল্লির শহরতলিতে কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা) রাখা হবে।

এর আগে চলতি মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমানে করোনা ভাইরাসের উৎস চীনের উহান শহর থেকে ৬৪৭ ভারতীয় দেশে ফেরেন।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে ৩১৪ জন বাংলাদেশিকে দেশে আনা হয়। এরপর করোনা ভাইরাসে সংক্রমিত কিনা নিশ্চিত হতে ১৪ দিনের জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু ১৪ দিন পর্যবেক্ষণ শেষে তাদের কারও শরীরেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর