বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পণ্ড

হাওর বার্তা ডেস্কঃ ব্যাংক ও আর্থিক খাতে দুর্নীতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পণ্ড হয়ে গেছে। বাম গণতান্ত্রিক জোটের নেতাদের দাবি, পুলিশের বাধায় এ কর্মসূচি পণ্ড হয়ে গেছে।

বুধবার দুপুর ১২টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের দিকে যাচ্ছিলেন তারা। দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বাংলাদেশ এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যেখানে মাত্র ২ কোটি টাকার জন্য একজনকে ৫ থেকে ৭ বছরের জেল দেওয়া হচ্ছে। আর হাজার হাজার কোটি টাকা লুটকারীরা প্রকাশ্যে, বুক ফু‌লি‌য়ে ঘুরে বেড়াচ্ছে।’

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের টাকা লুট করে জুয়ার বাজারে বিনিয়োগ করা হচ্ছে। আজ পর্যন্ত এই লুটকারীদের কারো গ্রেপ্তার করা হয়নি।’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাম নেতা শাহ আলম, জুনায়েদ সাকী ও বাম দলের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি পেশ করতে যান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর