মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যায় ছেলের ফাঁসি

হাওর বার্তা ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির রায় দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জুয়েল সরকার রানা উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরকারের ছেলে। রায় ঘোষণার সময় জুয়েল আদালতে উপস্থিত ছিলেন।

ওই আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে জুয়েল রানার সঙ্গে মা বানেরা খাতুনের কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে জুয়েল ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে কুপিয়ে তার মা বানেরা খাতুনকে হত্যা করেন।

এ ঘটনায় জুয়েলের পিতা আজিজুল সরদার বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উজ্জল হোসেন জুয়েল রানাকে অভিযুক্ত করে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেয়।

পিপি অনুপ বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত জুয়েলকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর