রাজধানীর ফুটপাতে দাঁড়ানো ১৪ জনকে চাপা দিলো প্রাইভেটকার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেট কারের চাপায় পাঁচজন নারী ও তিনজন শিশুসহ মোট ১৪ জন পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় প্রাইভেটকার এবং এর চালক আটককে আটক করা হয়েছে।

দুর্ঘটনাটি শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে। দুই বছর আগে অর্থাৎ ২০১৮ সালের ২৯শে জুলাই এই স্কুলের কাছেই একটি বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছিলেন।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাহান হক জানিয়েছেন, দুপুর পৌনে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতদের সবাই কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন বলে পুলিশের ধারণা।

পুলিশ জানায়, দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়, এবং এর পেছনেই একটি বাস ছিল। প্রাইভেটকার সিএনজিকে ধাক্কা দিলে সেটি ফুটপাতের একটি অংশ ভেঙ্গে যাত্রীদের ওপর উঠে পড়ে। এতে মোট ১৪ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে শুরুতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাইভেট কারের চাপায় একসঙ্গে এতজন মানুষ আহত হওয়ার ঘটনাটিকে অস্বাভাবিক বলে মনে করছে পুলিশ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর