চট্টগ্রামের এসএসসি পরীক্ষায় পুলিশের মেয়েকে বিশেষ সুবিধা, বিপাকে কেন্দ্র সচিব

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের এসএসসি পরীক্ষায় পুলিশ কর্মকর্তার মেয়েকে বিশেষ সুবিধা দেওয়ায় কেন্দ্রসচিবকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। শুক্রবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগর পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তার মেয়ে ওই কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার সুবিধায় প্রতিটি পরীক্ষায় নির্ধারিত পর্যবেক্ষকের পরিবর্তে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে পাঠানো হতো। ওই শিক্ষক পুরো পরীক্ষায় তাকে সহযোগিতা করতেন। এছাড়া পুলিশ সদস্যরাও কেন্দ্রে ঢুকে ওই ছাত্রীর খোঁজ নিতেন। এমন অভিযোগ পেয়ে ওই কেন্দ্র পরিদর্শন করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় কেন্দ্র সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী বলেন, কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়ে সহকারী কেন্দ্রসচিব মোকাম্মেল হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, বিষয়টি শুনেছি। শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর