৪ ফুট উঁচু দেয়াল আড়াল করবে বস্তি

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৪ শে ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় আহমেদাবাদের বিমানবন্দর থেকে তাকে নিয়ে যখন গাড়িবহর ছুটবে, তখন রাস্তার পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাবেন। বিস্তৃত একটি ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে তাকে। কিন্তু এই চলার পথে তার দৃষ্টিসীমা থেকে আড়াল করে রাখা হবে কয়েক হাজার স্থানীয় মানুষকে। তারা হলেন বস্তিবাসী। ট্রাম্প যে সড়কে ওই স্টেডিয়ামে যাবেন সেই পথেই রয়েছে বিস্তৃত একটি বস্তি। তার চোখে যাতে এই বস্তি না পড়ে, বস্তিবাসী যেন তাকে দেখতে না পান, সেজন্য ওই বস্তি ও সড়কের মাঝে চার ফুট উঁচু দেয়াল তুলে দেয়া হয়েছে। এ জন্য ভারত সরকারের সমালোচনা করেছেন বস্তিবাসী। তারা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরকে সামনে রেখে গরিব মানুষদের আড়াল করতে সরকার দেয়াল তুলেছে। জনশুমারির ডাটা অনুযায়ী, এক দশকের পুরনো এই শহরের জনসংখ্যা ৫৫ লাখ। যদিও সম্প্রতি অনুমান করা হয় এখানকার জনসংখ্যা ৭০ লাখের ওপরে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর