ফরাসি ওপেনে নেই ফেদেরার

হাওর বার্তা ডেস্কঃ টুতে অস্ত্রোপচারের কারণে রজার ফেদেরার এ বছরের ফরাসি ওপেনে খেলতে পারবেন না। গত পাঁচ বছরের মধ্যে চার আসরেই অনুপস্থিত থাকছেন ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস এই টেনিস তারকা। গত বুধবার তার ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়।

ফেদেরার প্যারিসের এই টুর্নামেন্টটিতে সর্বশেষ শিরোপা জিতেছিলেন ২০০৯ সালে। ফেদেরার জানিয়েছেন ডাক্তাররা তার ‘পুরোপুরি সেরে ওঠার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী’। ফরাসি ওপেন শুরু হবে ২৪ মে। কিন্তু ৩৮ বছরের খেলোয়াড়টি একই কারণে এর আগে অনুষ্ঠিতব্য দুবাই, ইন্ডিয়ান ওয়েলস, বোগোটা ও মিয়ামির টুর্নামেন্টগুলোতেও খেলতে পারবেন না।

২০১৫ সালের পর গেল বছরই তিনি প্রথমবারের মতো লাল মাটির কোর্টটিতে খেলতে গিয়েছিলেন। সেবার সেমিফাইনাল খেলে বিদায় নেন তিনি।

গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ফেদেরার তাই আশা করছেন ঘাসের কোর্ট উইম্বলডনে টেনিস আমোদীদের সঙ্গে দেখা হবে তার।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর