পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি জয়ে শেষ হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নামার আগে শেষ প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা। দুটি প্রস্তুতি ম্যাচের মধ্যে প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সে ম্যাচে নারী ক্রিকেটারদের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড।

আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১১১/৮ সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের নারীরা। জবাবে শেষদিকে খেলা জমিয়ে তুললেও জাহানার আলমের বোলিং তোপে ৫ রানের জয় পায় বাংলাদেশের নারীরা

স্কোর

বাংলাদেশ নারী দল: ১১১/৮ (২০ ওভার)

পাকিস্তান নারী দল: ১০৬/১০ (১৯.৪ ওভার)

জাহানারার জোড়া আঘাতে জয় বাংলাদেশের

৬ বলে ১০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে থেকে জাহানারার বোলিং তোপে জয় থেকে ৫ রান দূরে থামতে হলো পাকিস্তানকে। প্রথম বলে ২ রান দেন এ পেসার। এরপরের বলে শেষদিকে ঝড় তোলা আলিয়া রিয়াজকে বোল্ড করেন জাহানারা। এরপরের বলে আবার ২ রান দিলেও পরের বলে দলের জয় নিশ্চিত করেন জাহানারা। এ পেসার ৩.৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট।

সালমার ওভারে ১৪ রান নিয়ে খেলা জমালো পাকিস্তান

নিজের শেষ ওভারে বোলিং করতে এসে ১৪ রান হজম করলো বাংলাদেশ অধিনায়ক সালমা। যার ফলে শেষ ওভারে ২ উইকেট হাতে নিয়ে পাকিস্তানের প্রয়োজন ১০ রান।

জাহানারার আঘাতে জয়ের আরো কাছে বাংলাদেশ

নিজের দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে জাহানার তুলে নিলেন আরেকটি উইকেট। টেল এন্ডার আইমান আনোয়ারকে ৩ রানে ফেরান তিনি। পাকিস্তানের তখনো প্রয়োজন ১৫ বলে ২৭ রান।

জাভেরিয়াকে ফেরালেন খাদিজা, ওভারে নিলেন ২ উইকেট

পাকিস্তানের ওপেনার জাভেরিয়া ৪১ রান করে হুমকি হয়ে উঠছিলেন। তবে ১৫.১ ওভারের মাথায় পাকিস্তানের এ ওপেনারকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন খাদিজা। একই ওভারের শেষ বলে সিদরা নওয়াজকে ফেরান ০ রানে।

৫৯ রানে পাকিস্তানের ৫ উইকেট শিকার

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ রানে ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে অধিনায়ক সালমা খাতুন ৯ রানে ২ উইকেট তুলে নেন। এছাড়াও জাহানার, পান্না ও খাদিজা নেন ১টি করে উইকেট। পাকিস্তানের পক্ষে ওপেনার জাভেরিয়া এক প্রান্তে লড়ে যাচ্ছেন।

বাংলাদেশের সংগ্রহ ১১১/৮

পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১১১/৮ সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশি নারীরা। বাংলাদেশের পক্ষে ওপেনার মুর্শিদা খাতুন করেন সর্বোচ্চ ৪৩ রান, ৩৮ বলে ৬ চারে। এছাড়াও মিডল অর্ডারে নামা ফারজানা ২১ ও নিগার করেন ১৩ রান। শেষদিকে রিতুমনির অপরাজিত ১৪ রানে শতরান পার করে লড়াকু সংগ্রহ পায় নারীরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর