কিডনি ও পিত্তথলির পাথর অপসারণ করে এই পাতা

হাওর বার্তা ডেস্কঃ পাথর কুচি গাছের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। চিকিৎসার ক্ষেত্রে যেসব ওষুধি গাছ প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হচ্ছে তার মধ্যে অন্যতম এটি।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, পাথরকুচি পাতা কিডনি রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারে। তবে আর দেরি না করে জেনে নিন পাথরকুচি পাতার অবিশ্বাস্য ওষুধি গুণাগুণ সম্পর্কে-

> পাথরকুচি পাতার রসের সঙ্গে গোল মরিচ মিশিয়ে পান করলে পাইলস্ ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

> কিডনি এবং পিত্তথলির পাথর অপসারণ করতে সাহায্য করে এই পাতা। দিনে ২ থেকে ৩টি পাতা চিবিয়ে অথবা রস করে খেলে এ থেকে মুক্তি পাওয়া যায়।

> ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা পাথরকুচি পাতায় ভরসা রাখতে পারেন। এই পাতার রস এক চামচ করে সকাল ও বিকেল এক সপ্তাহ খেলেই উপকার মিলবে।

> বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস গরম করে সেঁক দিলে উপকার পাওয়া যায়।

> লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা পেতে তাজা পাথরকুচি পাতা ও এর রস পান করুন।

> উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়।

> শিশুর পেটে ব্যথা হলে, ৩০ থেকে ৬০ ফোঁটা পাথরকুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর