দশ বছরে ক্যাডার ও নন-ক্যাডারে ৯৭,৫০৪ নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ জানুয়ারি ২০১০ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত গত দশ বছরে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৯৭ হাজার ৫০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ৩০১ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ৬৭ হাজার ২০৩ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

পিরোজপুর-৩ আসনের সাংসদ রুস্তম আলী ফরাজীর আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ১৫৩ জন নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। বর্তমানে মাঠ পর্যায়ে ২৮তম, ২৯তম, ৩০তম ও ৩১তম ব্যাচের কর্মকর্তারা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই ব্যাচসমূহের কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির সময় হয়নি বিধায় পদোন্নতির জন্য অপেক্ষারত কেউ নেই।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর