ছক্কা হাকিয়ে শীর্ষ স্থানে মাশরাফিরা

বিপিএলে চটগ্রাম পর্বের শেষ ম্যাচের শেষে বলে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ছক্কা হাকিয়ে জয় তুলে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ জয়ের ফলে সাতটি ম্যাচ খেলে পাঁচটি জয় নিয়ে ১০ পয়েন্ট নিয়ে চলমান টুর্ণামেন্টের শীর্ষ স্থানের চলে গিয়েছেন মাশরাফিরা। অন্যদিকে, বরিশাল বুলসেরও পয়েন্টও ১০। কিন্তু রান রেটের বিবেচনায় তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চিটাগাং ভাইকিংসের দেয়া ১৩৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে ইমরুল কায়েস ৩৫, আহমেদ শেহজাদ ৩৭ ও শোয়েব মালিক ৩৪ রান করেন। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন বিলাওয়াল ভাট্টি, তাসকিন আহমেদ,ও দিলশান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেছেন ওমর আকমল। দ্বিতীয় সার্বোচ্চ রান করেন দিলশান। ৪২ বল খেলে ৩৯ রান করেন তিনি। দলের অধিনায়ক তামিম ইকবাল করেছের ২৭রান। কুমিল্লার পক্ষে শুভাগত হোম ১টি, আসহার জাইদি ১টি ও আবু হায়দার রনি ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শোয়েব মালিক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর