যা করার করবে বাঘমামা

আসন্ন পৌর নির্বাচনে বিএনপির করার কিছুই নেই, যা করার করবে বাঘমামাই। বাঘমামা ব্যর্থ হলে শেষ ভরসা নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। ‘নির্বাসিত গণতন্ত্র, মানবাধিকার ভূলুন্ঠিত : উত্তরণে মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মেজর হাফিজ বলেছেন, পৌর নির্বাচন নিয়ে আমাকে অনেকেই নানা ধরনের প্রশ্ন করেন। আমি তাদের কিছুই বলতে চাইনি, কিন্তু এখন বলছি, এ নির্বাচনে বিএনপির করার কিছুই নেই, যা করার করবে বাঘমামাই (পুলিশ, সরকারের মাস্তান বাহিনী)। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করে সরকারের সব ভয় কেটে গেছে। এজন্য তড়িঘড়ি করে পৌরসভার নির্বাচন আয়োজন করছে। এ নির্বাচন কী দেবে আমাদের? বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নির্বাচন কমিশন অভিনব আচরণবিধি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, উগ্র ক্ষমতার লোভে দেশটাকে ধ্বংস করে জঙ্গিরাষ্ট্র বানাবেন না। গণতন্ত্রকে একটু সুযোগ দিন। কারণ দেশটা সবার। তিনি বলেন, যে মুক্তিযুদ্ধ আমাদের অহঙ্কার সেই কৃতিত্ব নিতে চায় প্রতিবেশী রাষ্ট্র। বর্তমান সরাকার কারোরই কৃতিত্ব মেনে নিতে চায় না। তাদের দাবি সব কৃতিত্ব এক ব্যক্তি, এক দলের। এটা কখনই হতে পারে না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফা। বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক), বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর