কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে উপজেলা কৃষকলীগের প্রতিনিধিদের সাথে সভা অনুষ্ঠিত

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে উপজেলা কৃষকলীগের প্রতিনিধিদের সাথে মতবিনিময়,কৃষকের স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা ও বিনামুল্যে কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের

Image may contain: 13 people, people standing, crowd and outdoor
সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান,সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজাল,জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান,জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আজিজুল হক,কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু,আবুল হোসেন,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।অনুষ্ঠানে কৃষকের স্বাস্থ্যসেবায় বিনামুল্যে চিকিৎসা প্রদান করেন ডাঃ মোহাম্মদ শফিউল আলম, ডাঃ মোঃ আবিদুর রহমান ভুঞা, ডাঃ ঈশিতা আসহাব, ডাঃ মোহাম্মদ সোহাগ ডাঃ কামরুল আহসান
সরকার।অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন,শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার। এ সরকার কৃষকদেরকে যে ভর্তুকি দেয়, তা সঠিকভাবে প্রকৃত কৃষকদেরকে মাঝে পৌঁছে দেয়ার জন্যে কৃষকলীগের নেতাকর্মীদের ভুমিকা রাখতে হবে

86373546_1340416852833462_194062226049466368_n
তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে দেশ সেবায় আত্বনিয়োগ করতে হবে। তাই ওয়ার্ড, ইউনিয়ন কমিটি।গঠনের মাধ্যমে তৃণমুলে কৃষক লীগকে শক্তিশালী করতে হবে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার সাথে কৃষকরা সরাসরি যোগাযোগ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় সভায় জেলা কৃষকলীগের যুগ্নসাধারন সম্পাদক কামাল হোসেন চৌধুরীসহ জেলা কমিটি, উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে বিনামুল্যে কৃষকদের মাঝে স্বাস্থ্যসেবার কার্যক্রম উদ্বোধন ও বিভিন্ন ফলজ,বনজ এবং ঔষধি গাছ বিতরণ করেন প্রধান অতিথি কৃষিবিদ সমীর চন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর