ভাষা দিবসের নাটকে রুনা

হাওর বার্তা ডেস্কঃ টিভি ধারাবাহিক নাটকের পাশাপাশি একক নাটকেও নিয়মিত অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। তারই ধারাবাহিকাতায় আসছে ২১শে ফেব্রুয়ারির জন্য ‘ভাষা’ শিরোনামের একটি বিশেষ নাটকে অভিনয় করলেন  তিনি। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের জন্য। সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় এটি পরিচালনা করেছেন হিমেল ইসহাক। নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান। এতে আরো দেখা যাবে আহসান হাবিব নাসিম ও নিথর মাহবুবকে। রুনা বলেন, ফেব্রুয়ারী মানে আমাদের ভাষার মাস। মাতৃভাষা বাংলার  মতো এত সুন্দর ভাষা আর নেই।

ভাষা দিবসের জন্য বিশেষ এই কাজটি করতে পেরে ভালো লাগছে। বাংলাদেশ টেলিভিশন বরাবরই আমাদের বিশেষ এই দিবসগুলোর প্রতি দারুণ গুরুত্ব দিয়ে নাটক নির্মাণ করে। টিভি নাটকের বাইরে চলচ্চিত্রেও অভিনয় করছেন এ অভিনেত্রী। সর্বশেষ তাকে দেখা গেছে ‘সাপলুডু’ চলচ্চিত্রে। এতে তিনি বিশেষ চরিত্রে অভিনয় করেন। দর্শকের কাছে তার চরিত্রটি বেশ প্রশংসিত হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর