ইয়েমেনে সৌদি হামলায় ৩০ জন বেসামরিক নাগরিক নিহত

হাওর বার্তা ডেস্কঃ ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশ সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওই এলাকায় হুতি বিদ্রোহীরা একটি সৌদি যুদ্ধ বিমান ভূপাতিত করার পরপরই এই হামলা চালানো হয়। ইয়েমেনের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সৌদি সরকারের যুদ্ধ বিমানগুলো জাওফ প্রদেশের আল-মাসলুব এলাকায় আজ অন্তত আট দফা হামলা চালায়।

শুক্রবার সন্ধ্যায় ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করে। ওই বিমানের ধ্বংসস্তূপ দেখার জন্য লোকজন যখন সেখানে জড়ো হয় তখন সৌদি আরব বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালায়। এতে ওই ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়।

আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, বিমান হামলায় লোকজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কারণে মৃতের সঠিক সংখ্যা বের করা কঠিন হয়ে পড়েছে।পার্স টুডে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর