জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন যুবারা

হাওর বার্তা ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ শিরোপাজয়ী দলের ক্রিকেটারদের ২০২৩ বিশ্বকাপের জন্য পরিচর্যা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী স্কোয়াড আগামী চার মাসের মধ্যে প্রস্তুত করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। সেই লক্ষ্যে ৩০-৩৫ জনকে বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন খালেদ মাহমুদ।

এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ-ছয়জন ক্রিকেটার রাখা হবে বলে জানালেন নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার। কাল হাবিবুল বাশার বলেন, ‘অধিকাংশ ক্রিকেটারই এখন বিসিএলে খেলছে। তাই অনূর্ধ্ব-১৯ দলের কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে চাই। এছাড়া শরিফুল তো আগে থেকেই ‘এ’ দলে ছিল।’

এদিকে যুব দল নিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘তাদের ২০২৩ বিশ্বকাপের জন্য তৈরি করা হবে। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা ৩০-৩৫ জনকে বাছাই করে রেখেছি। সেখান থেকে পরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল তৈরি করা হবে।’

আকবর আলীদের বিশ্বকাপ জয় দেশের ক্রিকেটের জন্যই বড় নিদর্শন বলে মনে করেন খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘এটা ক্রিকেটের জন্য বড় নিদর্শন। আমাদের গেম ডেভেলপমেন্টের অধীনে অনেক খেলা হয়, এটাই তার ফল। অনূর্ধ্ব-১৪, ১৫, ১৬- তিনটা লেভেলে খেলা হয়। সেই সঙ্গে ৬৪ জেলায় সারা বছর খেলা হয়।’

বিশ্বকাপজয়ী দল থেকেই সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার বের করার তাগিদ খালেদ মাহমুদের। এছাড়া চ্যাম্পিয়ন একজন ব্যাটসম্যান খুঁজে বের করতে হবে বলেও মনে করেন তিনি। যিনি সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দশে রাজত্ব করবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর