কাপ্তাই হ্রদে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক, খুলতে হবে নৌকার ছাউনি

হাওর বার্তা ডেস্কঃ কাপ্তাই হ্রদে চলাচলকারী সব পর্যটকবাহী নৌকার ছাদ খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সব পর্যটকের জন্য লাইফ জ্যাকেট নৌকায় রাখা ও তা পরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল হ্রদে পর্যটকবাহী একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যুর পর এ নির্দেশনা এলো প্রশাসনের তরফ থেকে।

আজ শনিবার থেকে পর্যটকদের নিরাপত্তায় এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এতে সভাপতিত্ব করেন।

সভায় সব পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট এবং জ্যাকেট পরিধান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী, বিআইডব্লিউটিএ কর্তৃক আজ থেকে সকল ইঞ্জিনচালিত বোটের ফিটনেস চেকসহ অতিরিক্ত যাত্রী বহন পরিহার ও যাত্রী সচেতনতা বাড়াতে কাজ করবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার  তাপস রঞ্জন ঘোষ, প্যানেল মেয়র জামাল উদ্দীনসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গার্মেন্টের শ্রমিক বলে জানা গেছে। তাঁরা পরিবারের সদস্যসহ ৫০ জনের একটি দল নিয়ে রাঙামাটি বেড়াতে এসেছিলেন। গতকাল শুক্রবার সকালে রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকা থেকে কাপ্তাই হ্রদের ওপর দিয়ে সুবলং যাওয়ার পথে তাঁদের নৌকাটি ডুবে যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর