মাঠে ফিরেই মুশফিকের সেঞ্চুরি

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু বিপিএল’র ফাইনাল খেলার পর থেকেই মাঠের বাইরে ছিলেন মুশফিকুর রহিম। নিরাপত্তার কারণ দেখিয়ে জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি। বিশ্রাম কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে নেমেই পেলেন রানের দেখা। উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান!

কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা উত্তরাঞ্চলের হয়ে ১১৭ বলে শতক পূর্ণ করেন মুশফিক। এতে চারের মার ১৪টি; ছক্কা একটি!

উত্তরাঞ্চল ৪৬ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর ব্যাটিংয়ে আসেন মুশফিক। চতুর্থ উইকেটে অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি। দলীয় ১০২ রানে নাঈম (৩১) উইকেট ছাড়া হলেও একপ্রান্ত আগলে রাখেন মুশফিক।

ষষ্ঠ উইকেটে মাহমুদুল ইসলাম আকনের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ার পথে অর্ধশতক পূর্ণ করেন মুশফিক। ৭১ বলে পঞ্চাশ পূর্ণ করে শতকে পৌঁছাতে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের লাগে আর ৪৬ বল।

মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে উত্তরাঞ্চলের রান ৭ উইকেটে ২০০ ছাড়িয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর