আজিজ কো-অপারেটিভের বিরুদ্ধে ৬ মামলা চলতে বাধা নেই- হাইকোর্ট

হাওর বার্তা ডেস্কঃ অর্থ আত্মসাতের মামলায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে  দায়ের করা ৬ মামলা বাতিল চেয়ে করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরাসরি তা খারিজ করে এ আদেশ দেন। একইসঙ্গে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের জামিন আবেদনও নাকচ করে দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ড. কাজী আকতার হামিদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি।  পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, আজিজ কো-অপারেটিভের বিরুদ্ধে দায়ের করা ৬ মামলার তদন্ত চলতে আর বাধা নেই। তিনি বলেন, আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের নামে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যাতীত ৮০টি শাখা খুলে ব্যাবসা পরিচালনা করে।  বিভিন্ন ব্যক্তিকে অধিক মুনাফা লাভের  ফাঁদে ফেলে তারা প্রায় ৩০০ কোটি টাকা গ্রহন করে। এসব টাকা দেশের বাইরে পাচার করার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্যান্যদের বিরুদ্ধে রমনা থানায় ৪টি এবং পল্লবী ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে ২টি মামলা করেন। এসব মামলা প্রত্যাহার ও জামিন চেয়ে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের পক্ষে ৬টি পৃথক আবেদন করা হয়।

পরে আদালত কয়েক দফা শুনানি শেষে তাদের আবেদন সরাসরি খারিজ করে দেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর