মাঠে গড়াতে যাচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ

হাওর বার্তা ডেস্কঃ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার। এদিন দেশের তিনটি ভেন্যুতে তিনটি ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে লিগের ১২তম সংস্করণের।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মাঠে নামবে প্রথম দিনই। এ ছাড়া ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্র।

নিজেদের হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বেলা সোয়া ৩টায় উত্তর বারিধারার বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর। অন্যদিকে সিলেট জেলা স্টেডিয়ামে স্বাগতিক শেখ রাসেল ক্রীড়াচক্র খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

১৩টি ক্লাব নিয়ে হচ্ছে এবারের লিগ। দেশের মোট সাতটি ভেন্যুতে দুই লেগে হবে এবারের প্রতিযোগিতা। বৃহস্পতিবার শুরু প্রথম লেগের প্রথমপর্বের খেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

দুদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পুরো লিগের সূচি ঘোষণা করেছে। যে সূচি অনুযায়ী লিগ শেষ হবে ৩০ জুলাই।

অবশ্য বাফুফের খেলা সূচি পরিবর্তন করা নিত্য ঘটনা। লিগ শুরুর তারিখ চূড়ান্ত হয়েও যেমন দুইবার পিছিয়ে যাওয়ার পর তা মাঠে গড়াচ্ছে।

আর লিগের ১১তম আসর শেষ হওয়া পর ছয় মাস বিরতি দিয়ে শুরু হচ্ছে এবারের আসর!

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর