দায়িত্ববান বাবা

হাওর বার্তা ডেস্কঃ বাবা এবং দায়িত্বশীলতা শব্দ দুটি অনেকটা একে অপরের পরিপূরক। বাবা মানেই তার দায়বদ্ধতা আকাশছোঁয়া। প্রতিটি বাবাই অনেকটা প্রাকৃতিকভাবে এই দায়িত্ববোধ লালন করেন। একথাটি যে শুধু মানুষের মধ্যেই সিমাবদ্ধ নেই তার বহু প্রমাণ মিলেছে। সম্প্রতি ভারতের এক নদীতে একটি কুমিরের ছবি বাবার দায়িত্ববোধের চিত্র আবারো সামনে এনেছে।

সম্প্রতি একটি ছবি টুইটারে শেয়ার করেন ভারতের প্রবীন কাসওয়ান নামের এক বন কর্মকর্তা। ছবিতে দেখা যাচ্ছে, একটি বিশাল বড় কুমির তার অনেকগুলো বাচ্ছাকে পিঠে চড়িয়ে নদী পার হচ্ছেন। তিনি বাচ্চাদেরকে নদীর ঢেউ রক্ষা করে তীরের দিকে নিয়ে যাচ্ছেন। খবর এনডিটিভির।

ছবিটি তুলেছেন ধৃতিমান মুখোপাধ্যায় নামের এক ব্যক্তি। মধ্যপ্রদেশের চাম্বল নদী থেকে ছবিটি তোলা হয়েছে। এই ছবিটিই মন কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। এরই মধ্যে ছবিটি ভাইরাল হয়েছে।

ছবির ক্যাপশনে কাসওয়ান লিখেছেন, ‘সবচেয়ে সতর্ক এবং সেরা বাবা’। টুইটে কাসওয়ানের বার্তা, ‘আমাদের সংরক্ষণের চেষ্টাকে এই প্রজাতি বজায় রাখছে এভাবে। আমরা যখন নদী সংরক্ষণের কথা বলি তখন আমরা এই প্রজাতির ভবিষ্যতের কথাও বলি’।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর