৩০জনকে পুড়িয়ে হত্যা নাইজেরিয়া

হাওর বার্তা ডেস্কঃ নাইজেরিয়ার বোর্নো প্রদেশের আউনো শহরের একটি মহাসড়কের পাশে ঘুমিয়ে থাকা ৩০ জনকে পুড়িয়ে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। এসময় বেশ কয়েকজন নারী এবং শিশুদের অপহরণও করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীরা বেশিরভাগই পর্যটক ছিলেন। রাতে ঘুমানোর পর পর্যটকদের গাড়িতে আগুন দেয়া হয়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

এই হামলার বিষয়ে বোর্নো প্রদেশের সরকারি মুখপাত্র আব্দুররহমান বুন্দি বলেন, ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এসময় ১৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকেই নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু করে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম । বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় প্রায় ৩৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া ঘরছাড়া হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।পাশপাশি বোকো হারামের হাতে অপহরণ হয়েছেন শত শত মানুষ ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর