এমপি হতে চান শাবানার স্বামী

হাওর বার্তা ডেস্কঃ যশোরের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছেন অভিনেত্রী শাবানার স্বামী ওয়াহিদ সাদেক। সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শূন্য যশোর-৬ (কেশবপুর) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনও প্রার্থী ঠিক করেনি।

তবে মঙ্গলবার স্ত্রী শাবানাকে সঙ্গে নিয়ে কেশবপুরের বড়েঙ্গা গ্রামে নিজের বাড়িতে ওয়াহিদ সাদেক সাংবাদিকদের সামনে এসে বলেন, আওয়ামী লীগের ‘হাই কমান্ডের গ্রিন সিগন্যাল পেয়ে’ তিনি নির্বাচনী এলাকায় এসেছেন।

দেশের পাট অনেকটাই চুকিয়ে যুক্তরাষ্ট্রে আবাস নেওয়া আফরোজা সুলতানা রত্না (শাবানা) দেশে আসা বাড়িয়ে দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন বলে গত সংসদ নির্বাচনের আগে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু তা ঘটেনি।

ইসমাত আরা সাদেক সম্প্রতি মারা গেলে আবারো শুরু হয়েছিল সেই গুঞ্জন, তার মধ্যেই শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদেক তার ইচ্ছার কথা জানালেন।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে শাবানা বলেন, তিনি নির্বাচন করবেন না, স্বামী ভোট করলে তার সঙ্গে থাকবেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য প্রয়াত ইসমাত আরা সাদেকের মৃত্যুর মাস না পেরুতেই উপ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তার কন্যাসহ পরিবারের সদস্যদের এমন ছুটোছুটিতে বিস্ময় ও বিরক্ত প্রকাশ করছেন এলাকাবাসীরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর