ফ্রান্সে সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশি দুই প্রার্থী

হাওর বার্তা ডেস্কঃ এক দশক আগেও ফ্রান্সে হাতেগোনা কয়েকজন বাংলাদেশি ছিলো, মূলত গত দশ বছরেই এখানে প্রবাসীদের পদচারণা, ধারণা করা হচ্ছে এখানে সত্তর হাজারের ও বেশি প্রবাসীর বসবাস।

এ স্বল্প সময়ে বাংলাদেশিরা তাদের শিষ্টাচার, মেধা ও প্রজ্ঞা দিয়ে বিভিন্ন ক্ষেএে  বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। ধীরে ধীরে ফরাসী মূলধারার রাজনীতিতে প্রবেশ করছে বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় ফ্রান্সে আগামী ১৫ ও ২২ মার্চ আসন্ন মিউনিসিপ্যালিটি নির্বাচনে দুইজন বাংলাদেশি প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ।

ফ্রান্সের অন্যতম  রাজনৈতিক দল ফ্রান্স লা ফ্রান্স ইনসোমিজ এর পক্ষ থেকে Vigneux sur seine এলাকা থেকে “ডেপুটি মেয়র”হিসেবে নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসী নাগরিক নয়ন কিয়াং।

বাংলাদেশ থেকে দশ বছর বয়সে ফ্রান্সে আসা নয়ন কিয়াং এখন ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক।

অন্যদিকে প্যারিসের নিকটবর্তী সেইন্ট ডেনিস সেন্ট্রাল থেকে কাউন্সিলর পদে “ সোসালিস্ট পার্টির” হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন সরুফ ছদিওল। সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলোগাঁও গ্রামের সন্তান সরুফ ছদিওল প্রায় ১৯ বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর