মরদেহ কাঁধে তুলে নিলেন প্রেসিডেন্ট এরদোগান

হাওর বার্তা ডেস্কঃ  তুরস্কের ইলাজিগের সিভরাইস জেলায় শুক্রবারের ভূমিকম্পে নিহতদের দাফনে অংশগ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুর্ক প্রেসের এক প্রতিবেদনে জানা গেছে, ভূমিকম্পের পর শহরের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে প্রায় ৪০০ সদস্যের বেশি উদ্ধারকর্মী পাঠানো হয়। এখন পর্যন্ত ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পে আহত হয়েছে প্রায় এক হাজারেরও বেশি মানুষ।

ভূমিকম্পে মৃতদের জানাজা ও দাফনে সরাসরি শরিক হতে তুর্কি প্রেসিডেন্ট এলাজিগ প্রদেশে গেছেন। জানাজার পরে নিজের কাঁধে বহন করে মরদেহ কবরস্থান পর্যন্তও নিয়ে যান তিনি। এছাড়াও তিনি আহতদের খোঁজ-খবর নিচ্ছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর