চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৭ জন। আক্রান্ত হয়েছে পাঁচ শতাধিক ব্যক্তি।

উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসের নতুন আক্রমণ ঠেকাতে গণপরিবহণ সেবা বন্ধ করে দিয়েছে সরকার।

শহরটির রেল, উড়োজাহাজ, বাস, সাবওয়ে এবং ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি উহানের লোকজনকে শহর ত্যাগ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। সব ধরনের ভিড় এবং জনসমাবেশ এড়িয়ে চলারও নির্দেশনা দেওয়া হয়েছে।

চীনা কর্তৃপক্ষ বলছে, নতুন করে সংক্রমণ ঠেকাতে তারা ভয়াবহ অবস্থার সম্মুখীন হচ্ছেন।

এমন অবস্থায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হবে কিনা – তা নিয়ে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক হয়েছে। আরো কিছু তথ্য সংগ্রহের পর বৃহস্পতিবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এরই মধ্যে চীনের উহান প্রদেশের বাইরে অন্য প্রদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। তাইওয়ান, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও সাউথ কোরিয়াতেও কয়েকজন আক্রান্ত হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর