কাউন্সিলর পদে তালিকা পুনঃপ্রকাশ আ. লীগের

হাওর বার্তা ডেস্কঃ বিদ্রোহী’ প্রার্থীরা নিজেদের দলীয় প্রার্থী হিসেবে প্রচার করার পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থীদের তালিকা পুনঃপ্রকাশ করেছে আওয়ামী লীগ। গতকাল রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ওই পদক্ষেপ নেওয়া হয়। বৈঠকে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির বেশ কয়েকজন সদস্য। তাঁরা বিদ্রোহী প্রার্থীদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করারও দাবি তোলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ডিএসসিসি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আমির হোসেন আমু। বৈঠক শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হুমায়ূন কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বক্তারা অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে বিভিন্ন বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেন। ওই সময় আমির হোসেন আমু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে সর্বাত্মক প্রচার এবং সব ধরনের সহযোগিতা করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদেরও দলীয় শৃঙ্খলা রক্ষার্থে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানান। নাহলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যেকোনো কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন আমির হোসেন আমু।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন বিদ্রোহী প্রার্থী দলীয় সমর্থনের মিথ্যা প্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয় সভায়। পরে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রার্থী তালিকা পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত হয়।

ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থনপুষ্ট প্রার্থী যাঁরা : ওয়ার্ড নং-১ মো. মাহবুবুল আলম, ওয়ার্ড-২ মো. আনিসুর রহমান, ওয়ার্ড-৩ মো. মাকছুদ হোসেন, ওয়ার্ড-৪ মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড-৫ চিত্তরঞ্জন দাশ, ওয়ার্ড-৬ মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ওয়ার্ড-৭ আবদুল বাসিত খান, ওয়ার্ড-৮ সুলতান মিয়া, ওয়ার্ড-৯ মো. মোজাম্মেল হক, ওয়ার্ড-১০ মারুফ আহমেদ মনসুর, ওয়ার্ড-১১ মো. হামিদুল হক, ওয়ার্ড-১২ গোলাম আশরাফ তালুকদার, ওয়ার্ড-১৩ মো. এনামুল হক, ওয়ার্ড-১৪ ইলিয়াছুর রহমান, ওয়ার্ড-১৫ রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড-১৬ মোহাম্মদ নজরুল ইসলাম, ওয়ার্ড-১৭ মো. মাহবুবুর রহমান, ওয়ার্ড-১৮ আ স ম ফেরদৌস আলম, ওয়ার্ড-১৯ মোহা. আবুল বাশার, ওয়ার্ড-২০ ফরিদ উদ্দিন আহম্মদ রতন, ওয়ার্ড-২১ মোহাম্মদ আসাদুজ্জামান, ওয়ার্ড-২২ জিন্নাত আলী, ওয়ার্ড-২৩ মো. মকবুল হোসেন, ওয়ার্ড-২৪ মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ওয়ার্ড-২৫ মো. আনোয়ার ইকবাল, ওয়ার্ড-২৬ হাসিবুর রহমান মানিক, ওয়ার্ড-২৭ ড. ওমর বিন আবদুল আজিজ (তামিম), ওয়ার্ড-২৮ মো. সালেহিন, ওয়ার্ড-২৯ জাহাঙ্গীর আলম বাবুল, ওয়ার্ড-৩০ মো. হাসান পিল্লু, ওয়ার্ড-৩১ শেখ মোহাম্মদ আলমগীর, ওয়ার্ড-৩২ মো. আবদুল মান্নান, ওয়ার্ড-৩৩ আউয়াল হোসেন, ওয়ার্ড-৩৪ মীর সমীর, ওয়ার্ড-৩৫ মো. আবু সাঈদ, ওয়ার্ড-৩৬ রঞ্জন বিশ্বাস, ওয়ার্ড-৩৭ মো. আবদুর রহমান মিয়াজী, ওয়ার্ড-৩৮ আহমদ ইমতিয়াজ মন্নাফী, ওয়ার্ড-৩৯ রোকন উদ্দিন আহমেদ, ওয়ার্ড-৪০ আবুল কালাম আজাদ, ওয়ার্ড-৪১ সারোয়ার হাসান (আলো), ওয়ার্ড-৪২ মোহাম্মদ সেলিম, ওয়ার্ড-৪৩ মো. আরিফ হোসেন, ওয়ার্ড-৪৪ মো. নিজাম উদ্দিন, ওয়ার্ড-৪৫ হেলেন আক্তার, ওয়ার্ড-৪৬ মো. শহিদ উল্লাহ, ওয়ার্ড-৪৭ নাসির আহম্মেদ ভূঁইয়া, ওয়ার্ড-৪৮ মো. আবুল কালাম, ওয়ার্ড-৪৯ আবুল কালাম আজাদ, ওয়ার্ড-৫০ মাসুম মোল্লা, ওয়ার্ড-৫১ কাজী হাবিবুর রহমান (হাবু), ওয়ার্ড-৫২ মোহাম্মদ নাসিম মিয়া, ওয়ার্ড-৫৩ মোহাম্মদ নূর হোসেন, ওয়ার্ড-৫৪ মো. মাসুদ, ওয়ার্ড-৫৫ মো. নুরে আলম, ওয়ার্ড-৫৬ মোহাম্মদ হোসেন, ওয়ার্ড-৫৭ মো. সাইদুল ইসলাম, ওয়ার্ড-৫৮ মো. শফিকুর রহমান, ওয়ার্ড-৫৯ আকাশ কুমার ভৌমিক, ওয়ার্ড-৬০ লুত্ফর রহমান রতন, ওয়ার্ড-৬১ মো. শাহ আলম, ওয়ার্ড-৬২ মোহাম্মদ মোস্তাক আহমেদ, ওয়ার্ড-৬৩ মো. শফিকুল ইসলাম খান, ওয়ার্ড-৬৪ মো. মাসুদুর রহমান মোল্লা, ওয়ার্ড-৬৫ মো. সামসুদ্দিন ভূঁইয়া, ওয়ার্ড-৬৬ মো. হানিফ তালুকদার, ওয়ার্ড-৬৭ মো. ফিরোজ আলম, ওয়ার্ড-৬৮ মাহমুদুল হাসান পলিন, ওয়ার্ড-৬৯ মো. হাবিবুর রহমান হাসু, ওয়ার্ড-৭০ মোহাম্মদ আতিকুর রহমান, ওয়ার্ড-৭১ মো. খাইরুজ্জামান, ওয়ার্ড-৭২ শফিকুল আলম শামীম, ওয়ার্ড-৭৩ মো. শফিকুল ইসলাম, ওয়ার্ড-৭৪ মো. ফজর আলী এবং ওয়ার্ড-৭৫ সৈয়দ মো. তোফাজ্জল হোসেন।

সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী যাঁরা : ওয়ার্ড-১ ফারজানা ইসলাম বিপ্লবী, ওয়ার্ড-২ মাকসুদা শমশের, ওয়ার্ড-৩ মিনু রহমান, ওয়ার্ড-৪ ফারহানা ইসলাম ডলি, ওয়ার্ড-৫ সৈয়দা রোখসানা ইসলাম চামেলী, ওয়ার্ড-৬ নারগীস মাহ্তাব, ওয়ার্ড-৭ শিরিন গাফফার, ওয়ার্ড-৮ নিলুফার রহমান, ওয়ার্ড-৯ সবিনা পারভীন, ওয়ার্ড-১০ মোসা. সেলিমা বেগম, ওয়ার্ড-১১ লুনা হুমায়ুন পারভীন, ওয়ার্ড-১২ শেফালী রাণী মল্লিক, ওয়ার্ড-১৩ শাহিনুর বেগম, ওয়ার্ড-১৪ লাভলী চৌধুরী, ওয়ার্ড-১৫ নাজমা বেগম, ওয়ার্ড-১৬ নাছিমা আহমেদ, ওয়ার্ড-১৭ সাথী আক্তার, ওয়ার্ড-১৮ জোহুরা বেগম, ওয়ার্ড-১৯ শেফালি আকতার, ওয়ার্ড-২০ মোসা. সাহিদা বেগম, ওয়ার্ড-২১ ফারজানা ইয়াসমিন কুয়াশা, ওয়ার্ড-২২ মনিরা চৌধুরী, ওয়ার্ড-৩ শাহনাজ বেগম, ওয়ার্ড-২৪ সেলিনা খান এবং ওয়ার্ড-২৫ নাসরীন আহমেদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর