শুক্রবার গণসংযোগে নামছেন তাবিথ-ইশরাক

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে শুক্রবার থেকে গণসংযোগে নামছেন বিএনপি সমর্থিত উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের ইশরাক হোসেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, নির্বাচনী প্রতীক পাওয়ার জন্য সকাল ৯টায় শেরেবাংলানগরস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন। এরপর উত্তরা ৭নং সেক্টরের ১নং রোডের জামে মসজিদে জুমার নামাজ আদায়।

নামাজ শেষে ১ নং রোড হয়ে রবীন্দ্র স্মরণী কাবাব ফেক্টরির মোড় হয়ে লেক ড্রাইভ রোড দিয়ে বাংলাদেশ মেডিক্যাল- ১১ ও ১৩ এর চৌরাস্তা হয়ে, ১০ নং সেক্টরের ব্রিজ ১০ নং সেক্টর মসজিদ হয়ে, বেরিবাঁধের পাশ দিয়ে আইইউবিটির সামনে দিয়ে ইউটার্ন নিয়ে, রানাভোলা মোস্তফা মেম্বারের বাড়ির পাশ দিয়ে ইউনিয়ন পরিষদ হয়ে কামারপাড়া হয়ে নয়ানগর মাদ্রাসায় মাগরিবের নামাজ আদায় করবেন।

এছাড়া দিয়াবাড়ী ফায়ার সার্ভিস হয়ে চন্ডাল ভোগ হয়ে ১২ নং খালপাড় মসজিদে এশার নামাজ আদায় করবেন তাবিথ।

অপরদিকে, শুক্রবার সাড়ে ৯টায় প্রতীক সংগ্রহ করতে রিটার্নিং কর্মকর্তার অফিসে যাবেন দক্ষিণ সিটি করপোরেশন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এরপর জুরাইন গোরস্তানে তার পিতার কবর জিয়ারত করবেন।

পরে জাতীয় মসজিদ বাইতুল মাকারামে বাদ জুম্মা নামাজের পর উত্তর গেইট থেকে প্রচারণা শুরু করবেন ইশরাক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর