ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণায় শীর্ষে

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯ সালে গবেষণার ক্ষেত্রে র‌্যাংকিং-এ শীর্ষ স্থান দখল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক স্কোপাস ডাটাবেইজ-এর বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন, সায়েন্টিফিক বাংলাদেশ।

বাংলাদেশ থেকে ২০১৯ সালে গবেষণা নিবন্ধসহ ৬ হাজার বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশিত হয়েছে। প্রকাশের ক্ষেত্রে দেশের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে ‘সায়েন্টিফিক বাংলাদেশ’।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর