কলমাকান্দায় চিতাবাঘের শাবক উদ্ধার

হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোণার কলমাকান্দার সীমান্তবর্তী এলাকা থেকে চিতাবাঘের একটি শাবক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের আব্দুল মালেকের বাড়ির পেছনের জঙ্গল থেকে শাবকটিকে উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল মালেকের বাড়ির পেছনের কাঁঠাল গাছের উপরে চিতা বাঘের শাবককে দেখতে পেয়ে কৃষক সাইফুল এলাকাবাসীকে খবর দেয়। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে শাবককে ধাওয়া করে। ধাওয়া খেয়ে শাবক জঙ্গলের পাশে মঙ্গলেশ্বরী পাহাড়ি নদীতে ঝাঁপ দেয়।

এ সময় এলাকার লোকজন কৌশলে শাবককে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের হেফাজতে দেন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, শাবকটি চিতাবাঘের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা জানান, শাবককে নেত্রকোণায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর