ঢাকার যানজট নিরসনে যা বললেন মেয়র প্রার্থীরা

হাওর বার্তা ডেস্কঃ ঘণ্টার পর ঘণ্টা গাড়ির খাঁচায় আটকে থেকে অসহায় পাখির মতো ছটফট করা ঢাকা শহরের নিত্যদিনের বাস্তবতা। এই নরকযন্ত্রণা থেকে মুক্তির অনেক উপায়ের কথা বলা হয়েছে গত দেড় দশকে। শহরের উত্তর থেকে দক্ষিণে রাস্তার সংখ্যা বাড়াতে হবে। ঢাকার চারপাশে একটি চক্রাকার সড়ক নির্মাণ করাও জরুরি।

ঢাকার ওপর মানুষের চাপ কমাতে আশপাশের শহরগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত করতে হবে। প্রশাসন বিকেন্দ্রীকরণ করে সরকারি অফিস-আদালত শহর ও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে হবে। এবার ঢাকার যানজট নিরসনে পরিকল্পনার কথা জানালেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা।

আওয়ামী লীগের দক্ষিণের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘যানজটের বিষয়ে আমরা মহাপরিকল্পনা গ্রহণ করব। এর আগেও উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক যে পরিকল্পনা নিয়েছিলেন তা বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’

বিএনপির দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘আমি যদি জয়ী হয় তাহলে যানজট নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নেব।’

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর