এলিট ক্লাবের সদস্য হচ্ছেন এন্ডারসন

হাওর বার্তা ডেস্কঃ টেস্টে এলিট ক্লাবের সদস্য হতে যাচ্ছেন ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসন। আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে খেলতে নামলেই ১৫০ টেস্ট খেলা এলিট ক্লাবের সদস্য বনে যাবেন ডান-হাতি এন্ডারসন। ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের নবম খেলোয়াড় হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন তিনি।

এর আগে ইংল্যান্ডের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সাবেক অধিনায়ক ও খেলোয়াড় অ্যালিস্টার কুক। অবসর নেয়ার আগে ১৬১ ম্যাচে ১২,৪৭২ রান করেছেন তিনি। কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১৫০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন এন্ডারসন। এখন পর্যন্ত ১৪৯ ম্যাচে ৫৭৫ উইকেট নিয়েছেন এন্ডারসন।

কুক ছাড়াও বিশ্বের মধ্যে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন ভারতের শচীন টেন্ডুলকার (২০০টি), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬৮টি)-স্টিভ ওয়াহ (১৬৮টি), দক্ষিণ আফ্রিকা জক ক্যালিস (১৬৬টি), ওয়েস্ট ইন্ডিজের শিব নারায়ন চন্দরপল (১৬৪টি) এবং অ্যালান বোর্ডার (১৫৬টি)।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর