বগুড়ায় বিভিন্ন দলের ৫ শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর হার্ভে মোড় প্রাঙ্গনে শুক্রবার রাতে সান্তাহার পৌর আওয়ামীলীগের উদ্যোগে ৫ নং ওয়াডের্র ত্রি-বার্ষিক সম্মেলনে বিভিন্ন দলের ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

সান্তাহার পৌর আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ও পৌরসভার কাউন্সিলর শেখ বজলুর করিম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন ও যোগদান অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক এস এম জাহিদুর বারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, মহিলা আওয়ামীলীগের নেত্রী মুনজুয়ারা বেগম, যুবলীগের সভাপতি শাহিনুর ইসলাম মন্টি, আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজা, কৃষক লীগের সভাপতি হারুনুর রশিদ সোহেল, কৃষক লীগের সাধারন সম্পাদক শামীম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমিনুল ইসলাম সুমন প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আইয়ুব খান খোকন, আরিফুল ইসলাম স্বপন, সুজন, বেলাল, ফারুক, মিন্টু, সুলতানের নেত্বতে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী অনুষ্ঠানের প্রধান অতিথির সিরাজুল ইসলাম খান রাজুর হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের যোগদান করেন।

যোগদান শেষে শেখ বজলুর করিম মাসুম কে পুনরায় সভাপতি, স্বপন ঢালীকে সাধারন সম্পাদক করে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। শেষে এক নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর