আজ সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস

হাওর বার্তা ডেস্কঃ  আজ ১২ ডিসেম্বর, সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণের মধ্য দিয়ে জামালপুরের সরিষাবাড়ী মুক্ত করেন। উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন জানান, ১২ ডিসেম্বর যুদ্ধের সময় কোম্পানি কমান্ডার আনিছ, রশিদ, নোদা, নাজিম, ফজলু, দারোগ আলী, সুজাত আলী, লুৎফর ও বিএলএফ তাদের কোম্পানির লোকজন নিয়ে জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় পাক হানাদার বাহিনীর ঘাঁটি ঘেরাও করেন।

এ সময় ১৭৩ জন হানাদার বাহিনী একযোগে আত্মসমর্পণ করে। পরে সরিষাবাড়ীর শিমলা বাজার এলাকায় গণময়দানে মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আব্দুল মালেকের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর