আগামী তিন দিনে দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে

হাওর বার্তা ডেস্কঃ দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রাও ৩০ ডিগ্রি সেলসিয়সের নিচে রয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী তিন দিনে দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং বুধবার সূর্য উঠবে ভোর ৬টা ৩১ মিনিটে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর