রোহিঙ্গা ক্যাম্পে ১৯.৩% শিশু অপুষ্টির শিকার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা ক্যাম্পেগুলোতে ১৯ দশমিক ৩ শতাংশ শিশু অপুষ্টিতে ও ৫০ শতাংশ শিশু রক্তশূন্যতায় ভুগছে। এছাড়াও ৬-২৩ মাস বয়সীদের মধ্যে ৭ দশমিক ৩ শতাংশ শিশু ন্যূনতম গ্রহণযোগ্য খাদ্য পায়।

বৃহস্পিতবার  (০৫ ডিসেম্বর) মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত “বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের (রোহিঙ্গা) নাগরিকদের বাংলাদেশে অবস্থান: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানা হয়, রোহিঙ্গা ক্যাম্পেগুলোতে পরিবার পরিকল্পনা বিষয়ক প্রচারণার ঘাটতি, প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্পে গড়ে প্রায় ৮৫-৯০ জন শিশু জন্মগ্রহণ করছে। বর্তমানে ৬০০ জন এইচআইভি রোগী রয়েছে। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশংকা সত্ত্বেও কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা নেই। বাংলাদেশে ডিপথেরিয়া নির্মূল হওয়ার কাছাকাছি থাকলেও রোহিঙ্গা ক্যাম্পে মহামারির ঝুঁকি। চলতি বছর আগস্ট পর্যন্ত ডিপথেরিয়া আক্রান্ত ৮ হাজার ৬৪১ জন মৃত্যু ৪৫ জন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর