রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

হাওর বার্তা ডেস্কঃ  রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) শুভ চাকমা নামে এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (৪ ডিসেম্বর) সকালে তাকে গুলি করে হত্যা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এর আগে গত ১ ডিসেম্বর রাঙামাটির মগবান এলাকায় আঞ্চলিক দলের চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে জেএসএস (সন্তু গ্রুপের) চিফ কালেক্টর বিক্রম চাকমা নিহত হয়।

পাহাড়ে দীর্ঘ ২২ বছরে প্রাণ হারিয়েছে এক হাজারের বেশি। শুধুমাত্র ২০১৮ সালের তিন পার্বত্য জেলায় নিহত হয়েছে প্রায় ৬৮ জন। ২০১৯ সালে ১ ডিসেম্বর পর্যন্ত রাঙামাটি জেলায় নিহত হয়েছে ৩৭ জন। অপহৃত হয়েছে ২১ জন। আহত হয়েছে ১৯ জন ও চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়েছে ৪৪ জনকে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর