মিসেস গ্লোব বাংলাদেশ নির্বাচিত হয়ে চীন যাচ্ছেন অন্তরা

হাওর বার্তা ডেস্কঃ মিসেস গ্লোবের ২৩তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন তন্বী তরুণী জারিন তাসনিম অন্তরা।

পাঁচ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই সুন্দরী আজ (মঙ্গলবার) বাংলাদেশকে বুকে নিয়ে পাড়ি জমাচ্ছেন চীনের উদ্দেশে।

বরিশালের ঝালকাঠির মেয়ে অন্তরা শৈশব থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত। নাচ শিখেছেন খেলার ছলে। জানেন অভিনয়ও। 

ইতিমধ্যে ফ্যাশন-মডেলিং জগতেও সবার নজর কেড়েছেন তিনি।

১৯৯৬ সালে ড. ট্রেসির হাত ধরে মিসেস গ্লোবের যাত্রা শুরু হয়। নারীর ক্ষমতায়ন ও নারী জাগরণের স্লোগান নিয়ে এবারে দেশে শুরু হয়েছিল মিসেস গ্লোব বাংলাদেশ।

আয়োজক কোম্পানি অপূর্ব ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অপূর্ব আব্দুল লতিফ জানান, ‘মিসেস গ্লোব বাংলাদেশ’ নারী স্বাধীনতা এবং নারীর সন্মান ও দক্ষতা বৃদ্ধি, নারীর প্রতিভা এবং সৃজনশীলতার বিকাশে অনন্য ভূমিকা রাখবে।

‘বিজয়ের মাসে অন্তরার চীন যাত্রা আমাদের এই আয়োজনকে আরও সফল ও সার্থক করবে।’

তাসনিম জারিন অন্তরা বলেন, এই প্রথম দেশের বাইরে যাচ্ছি, তাও আবার লাল-সবুজ পতাকা নিয়ে। আমার সবটুকু মেধা ও পরিশ্রম দিয়ে চেষ্টা করব দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমার জন্য দোয়া করবেন।

আগামী ৮ ডিসেম্বর চীনের সেঞ্জেন শহরে অনুষ্ঠিত হবে করনেশন নাইট। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের পতাকা উড়াবেন তাসনিম জারিন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর