প্রধানমন্ত্রীর কথার বাইরে গেলে তাকে প্রত্যাখ্যান করা হবে

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার বাইরে গেলে তাকে প্রত্যাখ্যান করার হুঁশিয়ারি দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেছেন, দলে গ্রুপিংয়ের রাজনীতি বন্ধ করতে হবে। সময় এসেছে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মূল্যায়ন করার। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। কেউ যদি তার কথার বাইরে যায়, তাহলে সবাই তাকে প্রত্যাখ্যান করবেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চিত্রশিল্পী এসএম সুলতান মঞ্চে নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। মাশরাফি আরও বলেন, শেখ হাসিনার হাত ধরেই দেশ সমৃদ্ধ এবং উন্নত হবে। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার হাত ধরেই রাজনীতিতে আসা, তাকে দেখে মানুষের জন্য কাজ করার সাহস পাই। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজা বক্তব্য রাখেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর