রওশনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

দুর্বৃত্তদের খুঁজে বের করতে বিরোধী দলীয় নেতার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্বে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সহায়তা চান।

এ সময় রওশন বলেন, ‘ছিটমহলগুলোকে এত বছর আমাদের দেশের ভেতর আনতে পারায় আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে আমি জানতে চাই, আমাদের সময়ে ছিটমহলগুলোতে দুর্বৃত্ত ও চোরাকারবারীদের অভয়ারন্য ছিল। এখন তারা কোথায় গেছে, কিভাবে আছে বা আমাদের দেশের ভেতর ঢুকে পড়েছে কিনা।’

রওশন এরশাদ আরো বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নত্তোর আরো বেশি থাকা উচিত। এতে প্রধানমন্ত্রি যখন আলোচনা করেন তখন আমরাও জানতে পারি আর জনগণও জানতে পারে। এজন্য প্রধানমন্ত্রীর প্রশ্নত্তোরের সময় বাড়িয়ে সপ্তাহে দুই বা তিন দিন হওয়া উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থেকে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয়ে দেশ জনগণ ও দেশের ভবিষতের বিষয়ে হয় তবে জলবায়ু পরিবর্তনের মত পার্লামেন্টও পরিবর্তন হয়ে যায়। এছাড়া বড় বড় উত্তর গুলো পঠিত বলে গণ্য হয় তবে সংসদে অন্যরা আরো বেশি প্রশ্ন করতে পারেন।’

জবাবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, উনি (রওশন এরশাদ) শংকা প্রকাশ করেছেন যে এক সময় ছিটমহলে দুর্বৃত্ত ছিল। হ্যাঁ এক সময় হয়তো ছিল কারণ সেখানে কারোই সম্পদ ছিল না। কিন্তু বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে, এখন তারা কোথায় গেল সেই উত্তর এই মুহুর্তে আমি উনাকে দিতে পারছি না। তবে উনার কাছে যদি দুর্বৃত্তদের তালিকা থাকে এবং যদি তা আমকে দিতে পারেন যাতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। ছিটমহলের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সকল ধরণের ব্যবস্থা নেয়ার ঘোষনা দিয়েছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর